Friday, July 12, 2024
দেশ

হিমাচলে ৪.৪ মাত্রার ভূমিকম্প

হিমাচল প্রদেশে শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ৭ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এসময় আচমকাই কেঁপে ওঠে প্রদেশের মান্ডিসহ বেশ কিছু এলাকা। কম্পনের জেরে মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন।

তবে এই ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ১৯০৫ সালে হিমাচলের কাংরা ভ্যালিতে ভয়াবহ ভূমিকম্প হয়। যার জেরে কমপক্ষে ২০ হাজার মানুষের মৃত্যু হয়।