Saturday, July 27, 2024
Latestদেশ

সংশোধিত নাগরিকত্ব আইন চালু করবই, হুঙ্কার মোদীর

বারানসী: সিএএ ইস্যুতে কিছুটা হলেও ব্যাকফুটে অবস্থায় রয়েছে গেরুয়া শিবির। তবে তা সত্ত্বেও সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে মোদী সরকার নিজের অবস্থানেই অনড় থাকবে। ফের এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের কেন্দ্র বারাণসীতে এক অনুষ্ঠানে গিয়ে নমো বলেন, চাপের মুখে কোনও ভাবেই সিএএ চালু করা থেকে পিছিয়ে আসবে না তাঁর সরকার।

প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন, দেশের স্বার্থে ৩৭০ ধারা বাতিল করা হয়েছে, একই কারণে নাগরিকত্ব আইন তৈরি করা হয়েছে। তাই সিএএ ইস্যুতে চাপ সত্বেও সিদ্ধান্তে অনড় থাকবে বিজেপি সরকার।

দেশজুড়ে সিএএ-এর বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদ প্রসঙ্গে মোদী বলেন, ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে বিরোধী দলগুলো। তাই তাঁরা সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন।

বারাণসীতে থেকে এদিন ৩০টি প্রকল্পের উদ্বোধন করেন মোদী। উদ্বোধন করেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ৬৩ ফুট মূর্তির।  দীনদয়াল উপাধ্যায় মেমোরিয়াল সেন্টারের আবরণ উন্মোচন করেন তিনি। শুভ সূচনা করেন কাশী মহাকাল এক্সপ্রেসের যাত্রারও। পাশাপাশি, বারানসীতে একটি ৪৩০ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করেন তিনি।