Saturday, June 21, 2025
Latestদেশ

ট্রেনের ভিতরই শিব মন্দির, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন মহাকাল এক্সপ্রেসের

বারাণসী: বারাণসী-ইন্দোর কাশী মহাকাল এক্সপ্রেস চালু করল ভারতীয় রেল। ১৬ ফেব্রুয়ারি, রবিবার বারাণসী থেকে যাত্রা শুরু করল মহাকাল এক্সপ্রেস। দুই রাজ্যের তিন জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্যই চালু হল এই বিশেষ ট্রেন। ট্রেনের ভিতরই থাকছে মহাদেবের মিনি মন্দির। রবিবার পতাকা উড়িয়ে মহাকাল এক্সপ্রেসের শুভ যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এক বিবৃতিতে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) জানিয়েছে, মহাকাল এক্সপ্রেসের ৬৪ নম্বর কোচের বি ফাইভ বার্থটি সাময়িকভাবে শ্রী মহাকালের ছবি রাখেন পুজো করে নতুন প্রকল্পের সাফল্যের জন্য প্রার্থনা করতে।


আইআরসিটিসির তরফে বিবৃতিতে আরও জানানো হয়েছে, উদ্বোধনী সফরে ট্রেনে কোনও যাত্রী নেওয়া হবে না। ২০ ফেব্রুয়ারি থেকে ট্রেনটির বাণিজ্যিক সফর শুরু হওয়ার পর থেকে এই উদ্দেশ্যে কোনও সংরক্ষিত অথবা বিশেষভাবে নিবেদিত বার্থ বরাদ্ধ থাকবে না।

যাত্রীদের জন্য এই ট্রেনে রয়েছে বিশেষ সুবিধা। প্রতি কেবিনে ৬টি চার্জিং পয়েন্ট রয়েছে। যাত্রীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে এই ট্রেনে। প্রসঙ্গত, এটাই প্রথম বেসরকারি ওভারনাইট ট্রেন, যা তিনটি জ্যোতির্লিঙ্গকে (উত্তরপ্রদেশের বারাণসী, উজ্জয়িনী এবং মধ্যপ্রদেশের ওমকারেশ্বর) যুক্ত করবে।