Saturday, July 27, 2024
রাজ্য​

নাড্ডার সাথে বৈঠকের পর সিদ্ধান্ত বদল, রাজনীতি ছাড়লেও সাংসদ থাকছেন বাবুল

নয়াদিল্লি: রবিবার দুপুরে এক দীর্ঘ ফেসবুক পোস্টের মাধ্যমে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তার এই ঘোষণার পরেই রাজ্য রাজনীতে তোলপাড় শুরু হয়ে যায়। বাবুলকে সিদ্ধান্ত বদলের অনুরোধ জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপিন নাড্ডা। সোমবার সন্ধ্যায় নাড্ডার বাসভবনে বৈঠক করেন বাবুল সুপ্রিয় এবং জেপি নাড্ডা।

বৈঠকের পর বাবুল বলেন, আগেই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সেই সিদ্ধান্ত থেকে সরে আসছি না। আমায় কোনও রাজনৈতিক অনুষ্ঠানে দেখবেন না। অমিত শাহ, নাড্ডাজি আমায় সাংসদপদ ছাড়তে বারণ করেছেন। এতদিন কাজ করছি। ওঁনারাও বলেছেন। সাংবিধানিক পদ ওটা। আমায় আসানসোলে পাওয়া যাবে। সাংসদ তহবিলের অর্থ যাতে ঠিকঠাক খরচ হয়, তা দেখব।

রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার পর, আসানসোলের মানুষের প্রতিক্রিয়া জানতে পেয়েছি, তাতে বুঝতে পেরেছি, আমি রাজনীতি ছেড়ে দিই, সেটা তাঁরা চান না।

দু’বারের সাংসদ বাবুল জানান, সাংসদ হিসেবে দিল্লিতে পাওয়া বাংলো ছেড়ে দেবেন। কেন্দ্রীয় নিরাপত্তাও ছেড়ে দেবেন। তবে সাংসদ হিসেবে নিজের প্রাপ্য বেতন নেবেন।