Wednesday, October 9, 2024
আন্তর্জাতিক

পাকিস্তান: কোরআন অবমাননার অভিযোগ তুলে ৪টি গির্জায় আগুন, খ্রিস্টানদের বাড়িঘরে তাণ্ডব

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানের ২ জন ব্যক্তির বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ তুলে কয়েক হাজার মুসলিম সংগঠিত হয়ে চার্চে আগুন দিয়েছে এবং খ্রিস্টানদের বাড়িঘরে তাণ্ডব চালিয়েছে। পাঞ্জাবের পূর্বাঞ্চলে জারনওয়ালা শহরে এ হামলার ঘটনা ঘটেছে। 

স্থানীয় পুলিশ বলছে, কমপক্ষে ৪টি গির্জায় আগুন দিয়েছে উত্তেজিত মুসলিমরা। স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, গির্জা সংলগ্ন বাড়িঘরে হামলা চালিয়েছে উত্তেজিত জনতা।

পাকিস্তানের জনসংখ্যার ৯৬ শতাংশই মুসলিম। এবং ইসলাম ধর্ম অবমাননা পাকিস্তানে একটি শাস্তিযোগ্য অপরাধ। 

সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারী মুসলিমরা খ্রিস্টানদের বাড়িঘর তছনছ করছে আর পুলিশ দাঁড়িয়ে দেখছে।


রয়টার্স জানিয়েছে, হামলাকারী উন্মত্ত জনতার বেশিরভাগই মূলত ইসলামপন্থী রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান বা টিএলপির সঙ্গে জড়িত।

লাহোরে পাকিস্তানি বিশপ আজাদ মার্শাল বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের উপর এই হামলার ঘটনায় গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। টুইটে তিনি লিখেছেন, ‘আমরা ন্যায়বিচার চাই এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আমাদের আশ্বস্ত করা হোক যে আমাদের মাতৃভূমিতে আমাদের জীবন মূল্যবান।’