Saturday, April 20, 2024
দেশ

আসাম তাড়ালে পশ্চিমবঙ্গে তাদের আশ্রয় দেবেন মমতা

কলকাতা: আসাম থেকে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হলে পশ্চিমবঙ্গ তাদের আশ্রয় দেবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালিদের বিতাড়িত করা হলে তারা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় এসে থাকতে পারবেন বলেও জানিয়েছেন মমতা।

মঙ্গলবার আসাম সীমানার কামাখ্যাগুড়িতে এক সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওই রাজ্যের নাগরিক নিবন্ধনের সমালোচনা করে বক্তব্য দেন। মুখ্যমন্ত্রী মমতা আসামের সাম্প্রতিক নাগরিক তালিকায় দীর্ঘদিন বসবাসকারী অনেকের নাম না থাকার কথা বলে উদ্বেগ প্রকাশ করেন।

মমতা বলেন, ‘আসামে ৩ কোটি ৩৯ লাখের নাগরিক তালিকা তৈরির কথা। অথচ ১ কোটি ৩৯ লাখের নাম নেই। আগেই বলেছি এটি মানব না। কারণ এক রাজ্যের মানুষ আরেক জায়গায় থাকবেন, এটি আমাদের স্বাধীনতা। তাই এবার বলছি- আসাম থেকে কেউ এলে আশ্রয় দেব।’ আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ‘আসাম থেকে কেউ অত্যাচারিত হয়ে এলে আশ্রয় দেবেন। ভালো বাসবেন। এটিই বাংলার সংস্কৃতি।’