Thursday, April 25, 2024
বিনোদন

অভিষেকেই শ্রেষ্ঠ হয়েছিলেন ঋত্বিক রোশন

মুম্বাই: বর্তমানে সর্বাধিক জনপ্রিয় বলিউড তারকাদের একজন ঋত্বিক রোশন। অভিনয় ছাড়াও দক্ষ নৃত্যশিল্পী হিসেবেও তিনি সারা দেশজুড়ে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। বলিউডের সর্বাধিক পারিশ্রমিক-প্রাপ্ত অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। যার ঝুলিতে আছে ৬ টি ফিল্মফেয়ার পুরস্কারসহ আরও অনেক সম্মাননা। ফিল্ম ফেয়ারের ৬ টির পুরস্করের মধ্যে চারটিই তিনি জিতেছেন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে।

ঋত্বিক রোশন ১৯৭৪ সালের ১০ জানুয়ারিতে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। ঋত্বিকের বাবা রাকেশ রোশন একজন নামকরা চলচ্চিত্র পরিচালক এবং মা পিঙ্কি রোশন গৃহিণী। ঋত্বিক ২০০০ সালে  সুজান খানকে বিয়ে করেন। ১৪ বছর সংসার করার পর ২০১৪ সালে তাদের ডিভোর্স হয়। ঋত্বিক-সুজান দম্পতির দুটি ছেলে সন্তান রয়েছে।

আশির দশকেই অভিনয়ে হাতেখড়ি হয় ছোট্ট ঋত্বিকের। সে সময়ে বেশ কয়েকটি ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। বাবার পরিচালিত চারটি ছবিতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। এর পর ২০০০ সালে রূপালী পর্দায় আবির্ভূত হন নায়ক হিসেবে। বাবা রাকেশ রোশন পরিচালিত ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিতে অভিনয় করেন ঋত্বিক।

অভিষেক ছবিতে ঋত্বিকের নায়িকা ছিলেন নবাগতা আমিশা প্যাটেল। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করে। অভিষেক ছবিতেই শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারসহ ঋত্বিক জিতে নেন বেশ কয়েকটি পুরস্কার। ওই বছরই টেররিজম ড্রামা ‘ফিজা’ এবং ২০০১ সালে এনসেম্বল মেলোড্রামা ‘কাভি খুশি কাভি গম’ ছবি দুটি তাকে বিশেষ খ্যাতি অর্জনে সাহায্য করে।