Saturday, July 27, 2024
আন্তর্জাতিক

গাজা এবং প্যালেস্তাইনের পাশে আছি: ইমরান খান

ইসলামাবাদ: হামলা পাল্টা হামলায় বিধ্বস্ত প্যালেস্তাইন ও ইজরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত অন্তত ১৭টি শিশু-সহ ৮৩ জন প্যালেস্তানীয় নিহত হয়েছেন। জখম হয়েছেন আরও ৪৮০ জন। এদিকে, ইজরায়েলের তরফে দাবি, একজন টহলদার পুলিশকর্মী, দুই শিশু ও একজন ভারতীয় মহিলা-সহ ৮ জনের মৃত্যু হয়েছে।

ইতোমধ্যেই গাজায় এয়ার স্ট্রাইক চালিয়েছে ইজরায়েলি বায়ুসেনা। এয়ার স্ট্রাইকে অন্তত ১০ জন শীর্ষ হামাস জঙ্গিনেতা খতম হয়েছে বলে দাবি করেছে ইজরায়েল। পরপর রকেট হানায় গাজার এক জোড়া বহুতল সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে বায়ুসেনা।

এদিকে, ইজরায়েল-প্যালেস্তাইনের সংঘর্ষের জেরে মধ্যপ্রাচ্য তো বটেই, আন্তর্জাতিক মহলও দ্বিধাবিভক্ত। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Pakistani PM Imran Khan) জানিয়েছেন, আমরা গাজা এবং প্যালেস্তাইনের পাশে আছি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে বলেছেন, গাজা থেকে হামাসের রকেট হানার প্রত্যাঘাত করার সম্পূর্ণ অধিকার আছে ইজরায়েলের। আমেরিকা ইজরায়েলের পাশে আছে।