Friday, April 26, 2024
আন্তর্জাতিক

হিলারি ক্লিনটনের সঙ্গে ওসামা বিন লাদেনের ছবি!

রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাকারভ সোমবার একটি ছবি নিয়ে প্রশ্ন রেখেছেন। ওই ছবিতে দেখা যাচ্ছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হোয়াইট হাউসে স্বাগত জানাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মারিয়া জাকারোভার দেখানো ওই ছবি মুহুর্তের ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধান বলছে ছবিটি আসল নয়। ২০০৪ সালে এক অনুষ্ঠানে সংগীত শিল্পী সুভাশিস মুখার্জির সঙ্গে হাত মেলাচ্ছেন হিলারি ক্লিনটন। সুভাশিস মুখার্জির ছবির জায়গায় লাদেনের ছবি বসিয়ে দেয়া হয়েছে।

বিবিসি জানায়, হোয়াইট হাউজে এরকম কোনো অনুষ্ঠানের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া হোয়াইট হাউজে আল কায়েদা প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন কখনো গিয়েছেন তারও কোন প্রমাণ পাওয়া যায়নি। বিবিসি