Friday, April 26, 2024
আন্তর্জাতিক

ফের প্রেসিডেন্ট পদে লড়ছেন পুতিন

আগামী বছরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ভলগা নদীর নগরী নিজনি নোভাগাৎতের একটি গাড়ির কারখানার শ্রমিকদের সামনে বক্তৃতায় এই তথ্য জানান প্রেসিডেন্ট পুতিন।

পুতিন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে ২০০০ সাল থেকেই দেশটির ক্ষমতায় রয়েছেন। এবার নির্বাচিত হলে ২০২৪ সাল পর্যন্ত  ক্ষমতায় থাকবেন।

আগামী বছরের মার্চে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯১৭ সালে সমাজতান্ত্রিক বিপ্লবের পর একমাত্র জোসেফ স্টালিনই দেশটির ক্ষমতায় টানা ২৯ বছর ছিলেন। স্টালিনের পর পুতিনই হবেন রাশিয়ার সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নেতা।

রাশিয়ার সংবিধান অনুসারে কোনো প্রেসিডেন্ট এক মেয়াদে দুই বারের বেশি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। ফলে প্রেসিডেন্টের পদ ছেড়ে দিয়ে পুতিন তখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন তৃতীয়বারের মতো জয়ী হন। কয়েকটি জরিপে দেখা গেছে, পুতিন প্রার্থী হলে সহজেই জিতে যাবেন।