Saturday, July 27, 2024
রাজ্য​

রাজ্যের নতুন নির্বাচনী কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে

কলকাতা: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের অভিযোগে মান্যতা দিয়ে রাজ্যের জন্য নিযুক্ত বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিএসএফের অবসরপ্রাপ্ত ডিজি কে কে শর্মাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বিবেক দুবেকে নতুন পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন।

এর আগে নির্বাচন কমিশন কে কে শর্মাকে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছিল। তবে কমিশনের এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল-সহ রাজ্যের রাজনৈতিক মহল।

২০১৮-র ১১ ফেব্রুয়ারি বিএসএফের দায়িত্বে থাকাকালীনই আরএসএসের অনুষ্ঠানে কে কে শর্মাকে দেখা যায়। যা নিয়ে সরব হন তৃণমূল নেত্রী। মমতা প্রশ্ন তোলেন, একজন আরএসএস ঘনিষ্টকে পর্যবেক্ষক হয়ে হয়েছে।

তৃণমূল নেত্রীর অভিযোগকে মান্যতা দিয়ে বৃহস্পতিবার সকালে কেকে শর্মাকে সরিয়ে দিয়ে ১৯৮১ ব্যাচের আইপিএস বিবেক দুবেকে রাজ্যের নতুন পর্যবেক্ষক হিসাবে ঘোষণা করে নির্বাচন কমিশন।