Monday, March 17, 2025
দেশ

ভোটের মুখে জোর ধাক্কা! ছাত্র শাখা প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন লালুপুত্র তেজপ্রতাপ

পাটনা: লোকসভা নির্বাচনের আগে লালুপ্রসাদ যাদবের আরজেডি পরিবারে দেখা দিল তীব্র সংকট। বৃহস্পতিবার দলের ছাত্র শাখার প্রধান পদ থেকে পদত্যাগ করলেন তেজপ্রতাপ যাদব।

লালুপ্রসাদের পারিবারিক সমস্যার প্রভাব পড়ল রাষ্ট্রীয় জনতা দলের অন্দরেও। এদিন টুইটারে তেজপ্রতাপ জানিয়েছেন, আরজেডি-র ছাত্র শাখার প্রধান পদ থেকে ইস্তফা দিচ্ছি। যারা ভাবে আমি বোকা, তারা নিজেরাই নির্বোধ। আমি ভালো করেই জানি, কার যোগ্যতা কতটা।

সূত্রের খবর, পারিবারিকভাবে বিচ্ছিন্ন শ্বশুর চন্দ্রিকা রাইকে ছাপড়া আসন থেকে টিকিট দেওয়া অন্যতম কারণ। কিন্তু লালু যাদব এবং তেজস্বী যাদব চন্দ্রিকা রাইকেই চেয়েছেন। যিনি আটবারের বিধায়ক বটে। কিন্তু ডিভোর্স মামলা দায়ের করা তেজপ্রতাপের ঘোরতর বিরোধী।