Saturday, July 27, 2024
খেলা

সচিনের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি

সাউদাম্পটন: নতুন রেকর্ড গড়লেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। সচিন তেন্ডুলকর ১২০টি টেস্ট ইনিংসে ৬ হাজার রান করেন। সেখানে কোহলি সচিনের থেকে এক ইনিংস কম খেলেই ৬ হাজার টেস্ট রান করে ফেললেন। সচিনের রেকর্ড ভাঙার থেকে ৬ রান দূরে ছিলেন কোহলি, আজ সাউদাম্পটনে শিখর ধাওয়ানের আউটের পর ব্যাট করতে নেমে ৬টা রান করেই টেস্টে ৬ হাজার রান পূর্ণ করলেন কোহলি।

মাত্র ১১৯ ইনিংসে এই কৃতিত্ব দেখালেন কোহলি। অধিনায়ক বিরাট কোহলি নিরন্তর নতুন রেকর্ড বানিয়ে চলেছেন। ইংল্যান্ডের চলা টেস্ট সিরিজে বিরাট কোহলি তিন ম্যাচে ৪৪০ রান করেছেন।

তৃতীয় টেস্ট ম্যাচে বিরাট কোহলি ২০০ রান করে ম্যাচ অফ দ্য ম্যাচও হয়েছেন। ভারত এই ম্যাচে ২০৩ রানের দুর্দান্ত জয় লাভ করে। এখন কোহলির টেস্টে ৬০০০+ রান রয়েছে। কোহলি এই রান ৬৯টি ম্যাচে ৫৪.৪৯ গড়ে করেছেন। কোহলি এখনও পর্যন্ত টেস্টে ২৩টি সেঞ্চুরি, ৬টি দ্বিতীয় সেঞ্চুরি আর ১৮টি হাফ সেঞ্চুরি করেছেন।