Tuesday, November 12, 2024
বিনোদন

Vidyut Jammwal: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিদ্যুৎ জামওয়াল, পাত্রী কে?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের (Bollywood) অন্যতম ফিট অভিনেতা বিদ্যুৎ জামওয়াল (Vidyut Jammwal)। দীর্ঘদিনের বান্ধবী ফ্যাশন ডিজাইনার নন্দিতা মোহতানির (Nandita Mahtani) সঙ্গে ১ সেপ্টেম্বর বাগদান পর্ব সেরেছেন ‘ফোর্স’ ছবি খ্যাত এই অভিনেতা। এবার সোশ্যাল মিডিয়ায় বিয়ের পিঁড়িতে বসার ঘোষণা দিলেন তাঁরা।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন বিদ্যুৎ। তাতে দেখা যাচ্ছে, হারনেস পরে একে অপরের হাত ধরে দেওয়াল বেয়ে উঠছেন বিদ্যুৎ এবং নন্দিতা। আরেকটি ছবিতে তাঁদের তাজমহলের সামনে দেখা যায়।
ছবির ক্যাপশনে বিদ্যুৎ লিখেছেন, ‘কম্যান্ডোর মতো করে বাগদান সারলাম।’ পাশাপাশি, জানান গত ১ সেপ্টেম্বর আংটি বদল করেছেন তাঁরা।

এদিকে, নন্দিতা লিখেছেন, ‘ওকে আর অপেক্ষা করাতে পারলাম না। হ্যাঁ বলে দিলাম।’

উল্লেখ্য, ‘কম্যান্ডো’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন বিদ্যুৎ। তারপরে একের পর এক সুপারহিট সব সিনেমা উপহার দিয়ে চলেছেন তিনি। অন্যদিকে,
ফ্যাশন ডিজাইনার নন্দিতা মোহতানি বলিউডের অন্যতম পরিচিত মুখ। বলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীর প্রকাশের ডিজাইন করেন তিনি। এবার বিদ্যুৎ- নন্দিতার চার হাত এক হতে চলেছে।