Saturday, July 27, 2024
রাজ্য​

কলকাতায় বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গ্রেফতার রবিউল ইসলাম

কলকাতা: শহর থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নয়া মোড়। ঘটনায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) কর্তারা উত্তর ২৪ পরগণার বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে রবিউল ইসলামকে গ্রেফতার করেছে। শহর থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এই নিয়ে মোট ৩ জনকে গ্রেফতার করা হল।

শনিবার মাঝরাতে টালা ব্রিজে আটক একটি ম্যাটাডোর থেকে উদ্ধার হয় তল্লাশি চালিয়ে ২৭টি বস্তায় রাখা ১০০০ কেজি  বিস্ফোরক। এসটিএফ ওই ম্যাটাডোরটিকে আটক করে। ম্যাটাডোরের চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃত ম্যাটাডোর চালক ও খালাসিকে জেরা করে রবিউল ইসলামের খোঁজ পান তদন্তকারী অফিসাররা।

জানা গিয়েছে, এই রবিউল ইসলাম-ই পটাসিয়াম নাইট্রেটের বরাত দিয়েছিল। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাতেই মজুত করা হত ১০০০ কেজি পটাসিয়াম নাইট্রেট। এসটিএফ-এর অনুমান, তারপর সেখানেই বানানো হত বিস্ফোরক।