Sunday, March 16, 2025
দেশ

গত এক মাসে ১৫৭টি প্রকল্পের উদ্বোধন করেছেন মোদী

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে মাত্র এক মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চষে ফেলেছেন দেশের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত। সেই সঙ্গে উদ্বোধন করেছেন ১৫৭টি প্রকল্পের। গত ৩০ দিনে গড়ে প্রতিদিন ৫টি করে প্রকল্প উদ্বোধন করেছেন মোদী।

প্রকল্পগুলির মধ্যে রয়েছে জাতীয় সড়ক, মেডিক্যাল কলেজ, স্কুল-হাসপাতাল, গ্যাসের পাইপলাইন, বিমানবন্দর, বিদ্যুৎ থেকে শুরু করে নিকাশি ব্যবস্থার উদ্বোধনও মোদীকে দিয়ে করানো হয়েছে।

গত ৩০ দিনে দেশের বিভিন্ন প্রান্তের ২৮টি জায়গায় ছুটে গিয়েছেন মোদী। পাশাপাশি, ১৫৭টি প্রকল্পের উদ্বোধন করেন যা দেশের রাজনীতিতে নজিরবিহীন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

প্রসঙ্গত, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার এক মাসে আগে এমন কোনও প্রকল্প ঘোষণা করতে দেখা যায়নি পূর্বতন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে।