ইসরায়েল-বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ, বাংলাদেশি পড়ুয়ার ভিসা বাতিল আমেরিকার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে অংশ নেওয়ায় এক বাংলাদেশি নারী শিক্ষার্থীর ভিসা বাতিল এবং তাকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র সরকার। এ ঘটনার জেরে বাংলাদেশি কমিউনিটিতে চরম আতঙ্ক বিরাজ করছে।
এছাড়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী, যিনি কয়েক মাস আগে একটি দোকান থেকে ৭০ ডলারের পণ্য চুরির অভিযোগে দোষ স্বীকার করেছিলেন, তাকেও গ্রেপ্তার করে ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। আদালত যদিও তার মামলাটি নিষ্পত্তি করেছিল, তবুও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) কর্তৃপক্ষ তাকে ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
এদিকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি (JFK) এয়ারপোর্টে কাস্টমস কর্মকর্তাদের প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে না পারায় প্রায় ডজন খানেক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দিয়ে ফিরিয়ে পাঠানো হয়েছে। এই তালিকায় শুধু ভ্রমণ ভিসাধারী নয়, বরং গ্রিন কার্ডধারী এবং পারিবারিক কোটায় ইমিগ্র্যান্ট ভিসা পাওয়া ব্যক্তিরাও রয়েছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের সময়কার অভিবাসন নীতির প্রতিফলন। বর্তমানে যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বা প্রবেশের পরিকল্পনা করছেন, তাদের জন্য কঠোর নিয়ম মেনে চলা ও যথাযথ কাগজপত্র সঙ্গে রাখা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।