Thursday, April 25, 2024
দেশ

যোগীর রাজ্যে চোলাই খেয়ে কারও মৃত্যু হলে সরবরাহকারীর মৃত্যুদণ্ডও হতে পারে

লখনউ: গুজরাতের পরে এবার উত্তরপ্রদেশেও অবৈধ মদের প্রস্তুতকারক ও সরবরাহকারীদের উদ্দেশে বড় পদক্ষেপ গ্রহণ করল যোগী সরকার। অবৈধ মদের কারবারীদের কড়া শাস্তি দিতে ১০৭ বছরের ক্যাবিনেটে আইনের বদল হতে চলেছে যোগীর রাজ্যে।

সম্প্রতি উত্তরপ্রদেশ বিধানসভায় পাশ হওয়া নির্দেশিকা অনুযায়ী চোলাই মদ খেয়ে কারও মৃত্যু হলে, এবার থেকে সরবরাহকারীর মৃত্যুদণ্ডও হতে পারে। না হলে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

শাসক দলের এক নেতা জানান, রাজ্য জুড়ে রমরমিয়ে চোলাই ব্যবসার জেরে মৃত্যের সংখ্যা বেড়েছে। অবৈধ এই ব্যবসা রুখতে উত্তরপ্রদেশ সরকারের এই উদ্যোগ। এই আইন কার্যকর করা হলে, তা যুগান্তকারী হবে বলেই মনে করছে অভিজ্ঞমহল।