‘নিজের চরকায় তেল দিন’, ওয়াকফ আইন নিয়ে মন্তব্য করায় পাকিস্তানকে কড়া জবাব ভারতের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের সংশোধিত ওয়াকফ আইন নিয়ে পাকিস্তানের সমালোচনায় তীব্র প্রতিক্রিয়া জানাল নয়াদিল্লি। ইসলামাবাদের মন্তব্যকে ‘ভিত্তিহীন’ এবং ‘কারও মদতপুষ্ট’ আখ্যা দিয়ে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনও দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
পাকিস্তানকে পাল্টা কড়া জবাব দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, “ভারতের সংশোধিত ওয়াকফ আইন নিয়ে পাকিস্তানের মন্তব্য সম্পূর্ণভাবে অযাচিত, ভিত্তিহীন এবং মদতপুষ্ট। ভারত তার অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনও হস্তক্ষেপ বরদাস্ত করে না। পাকিস্তান বরং নিজের দেশে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে আত্মসমীক্ষা করুক।”
জয়সওয়ালের আরও কটাক্ষ, “আয়নায় নিজেদের মুখ দেখুক ওরা। সংখ্যালঘুদের প্রতি পাকিস্তানের মনোভাব এবং তাদের মানবাধিকার রক্ষায় দেশের অবস্থান আন্তর্জাতিক মহলে বারবার সমালোচিত হয়েছে। সেই প্রেক্ষাপটে অন্যদের উপদেশ দেওয়ার কোনও নৈতিক অধিকার ইসলামাবাদের নেই।”
প্রসঙ্গত, পাকিস্তানের বিদেশ মন্ত্রকের এক আধিকারিক দাবি করেন, ভারতের সংশোধিত ওয়াকফ আইন দেশটির মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় ও অর্থনৈতিক অধিকারে হস্তক্ষেপ করছে। তাঁর মতে, এই আইন সংখ্যালঘু মুসলিমদের কোণঠাসা করে তুলবে এবং তাদের মসজিদ, ধর্মীয় স্থান ও সম্পত্তির উপর অধিকার খর্ব করবে।
এই অভিযোগ উড়িয়ে দিয়ে ভারত পাল্টা সুরে জানায়, এ ধরনের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সত্যের অপপ্রচার ছাড়া কিছুই নয়। নয়াদিল্লির মতে, পাকিস্তান তার সংখ্যালঘুদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করে, তা আন্তর্জাতিক পরিসরেও বারবার সামনে এসেছে। সেই বাস্তবতায় দাঁড়িয়ে ভারতের মতো গণতান্ত্রিক দেশের আইন নিয়ে প্রশ্ন তোলার আগে পাকিস্তানের নিজেদের ভূমিকা পর্যালোচনা করা উচিত।