লাহোরের দায়রা আদালতে গুলিতে ২ আইনজীবী নিহত

লাহোর, ২১ ফেব্রুয়ারি: পাকিস্তানের লাহোর দায়রা আদালতে এক আইনজীবীর গুলিতে অপর দুই আইনজীবী নিহত হয়েছেন। দুই আইনজীবীর মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে ভাষ্য পুলিশের। নিহত আইনজীবীদের রানা নাদিম ও রানা ওয়াইস বলে সনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার বিচারক তাসিউর রেহমানের এজলাসের বাইরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডননিউজ। গুলিবর্ষণকারী আইনজীবী কাশিফ রাজপুতকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চলতি মাসে লাহোরের দায়রা আদালতে গুলিবর্ষণের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে গত ১লা ফেব্রুয়ারি শহরটির একটি দায়রা আদালতে খুনের অভিযোগে বিচারাধীন এক বন্দির ওপর বন্দুক হামলা চালানো হলে এক পুলিশসহ ওই বন্দি নিহত হন।