Friday, April 26, 2024
আন্তর্জাতিক

এক বছরের ছোট-বড় যমজ ভাই-বোন!

৯ মাস কেটেছে একসঙ্গে কেটেছে মাতৃগর্ভে। সারা জীবন তাদের যমজ ভাই-বোন হিসেবেই সকলে জানবে। অথচ দুই ভাই-বোনের জন্মদিন, জন্মমাস, এমনকি জন্মসাল কিছুই এক নয়! কিন্তু এমনটা হয়েছে ক্যালিফোর্নিয়ার ডেলানো রিজিওনাল মেডিক্যাল সেন্টারে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা নাগাদ হঠাৎ শুরু হয় প্রসব বেদনা তাঁকে ভর্তি করা হয় রাত ১১টা ৫৮ মিনিটে প্রথমে জন্ম নেয় ছেলে শিশু জোকুইন জুনিয়র অন্তিভারোস। শতাব্দী অষ্টাদশী হতে তখন মাত্র ২ মিনিট বাকি। আর মারিয়া কন্যাসন্তান আইতানা দি জেসাস অন্তিভারোসের জন্ম দিলেন তারও ১৬ মিনিট পরে ২০১৮ সালের ১ জানুয়ারি ১২.১৬ মিনিটে।

হাসপাতালে লেখা হল দু’টি বার্থ সার্টিফিকেট। জোয়াকিন দে জেসাস অন্টিভেরস ‘জন্ম তারিখ ৩১ ডিসেম্বর- ২০১৭’ এবং আইতানা দে জেসাস অন্টিভেরস, জন্ম তারিখ ‘১ জানুয়ারি, ২০১৮’। ক্যালিফোর্নিয়ার আর্লিমার্টে ফ্রেসনো ও সান্তা বারবারার মাঝে এই ছোট শহরের বাসিন্দা এই দম্পতি খামার কর্মী। আরও তিন মেয়ে রয়েছে তাঁদের। ২০১৮ সালের প্রথম শিশু জন্ম দেওয়ার জন্য হাসপাতালের নিয়ম অনুযায়ী তিন হাজার ডলার উপহারও পেয়েছেন মারিয়া ও তাঁর স্বামী।