Thursday, April 25, 2024
আন্তর্জাতিক

বর্ষবরণ অনুষ্ঠানে হামলার চেষ্টা, গ্রেফতার ২০ আইএস জঙ্গি

আঙ্কারা: বর্ষবরণের রাতে ইস্তাম্বুলের অভিজাত নাইটক্লাবে হামলার ছক ছিল আইএস জঙ্গিদের। সেই ষড়যন্ত্র ভেস্তে দিল তুরস্ক সরকার। অন্তত ২০ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানাচ্ছে, ধৃত ২০ জন আইএস জঙ্গির মধ্যে ১৫ জনই ভিনদেশি।

এর আগে ২০১৭ সালে রাত ১২টা ৪৫ মিনিটে এক উজবেক বন্দুকধারী বোস্ফোরাসের রেইনা নাইটক্লাবে নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যাযজ্ঞ চালায়। ভয়াবহ সেই সন্ত্রাসী হামলায় ৩৯ জন নিহত হয়। সেই ঘটনার কথা মাথায় রেখে ২০১৮ সালের পয়লা জানুয়ারি দিনটি ঘিরে ব্যাপক নিরাপত্তা নিয়েছে তুরস্ক সরকার।

ইস্তাম্বুলের গভর্নর ভাসিপ সাহিন জানান, এ লক্ষ্যে নতুন বছরের রাতে ইস্তাম্বুলে ৩৭ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সংখ্যা গত বছরের সংখ্যার দ্বিগুণেরও বেশী। এছাড়া রক্ষী ও কোস্টগার্ড বাহিনীর চার হাজার সদস্য মোতায়েন করা হচ্ছে।

ইস্তাম্বুলে চলছে বিশেষ জঙ্গি দমন অভিযান-তল্লাশি। চলছে গ্রেফতারি পর্ব৷ সবমিলে তুর্কি পুলিশ ২০০ জনকে পাকড়াও করেছে।