Saturday, October 5, 2024
দেশ

ত্রিপুরায় উপনির্বাচনে দুটি আসনের মধ্যে দুটিতেই জয়ী বিজেপি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার ত্রিপুরার দুটি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হল। দু’টি আসনেই জয়লাভ করেছে বিজেপি। এই দুটি আসনের মধ্যে বিধানসভা নির্বাচনে একটিতে জিতেছিল বামেরা। তবে উপনির্বাচনে সেটিও ছিনিয়ে নিল বিজেপি।

বিধানসভা নির্বাচনে ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় বিজেপি-আইপিএফটি জোট ৩৩টি আসনে জিতেছিল। দুটি আসনে গত ৫ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

ধনপুরে উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ বিপুল ভোটে জিতেছেন সিপিএমের কৌশিক চন্দের বিরুদ্ধে। প্রায় ১৮ হাজারের ব্যবধানে বাম প্রার্থীকে হারিয়েছেন বিজেপির বিন্দু দেবনাথ। 

এদিকে, বক্সনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জয় পেয়েছে বিজেপি প্রার্থী। বিধানসভা ভোটে এই কেন্দ্রের বিজেপির টিকিটে হেরেছিলেন তফজ্জল হুসেন। উপনির্বাচনে ফের তাকেই প্রার্থী করে বিজেপি। এবার জয় পেলেন তফজ্জল হুসেন।