এক লাফে মন্ত্রী-বিধায়কদের বেতন ৪০ হাজার করে বাড়িয়ে দিলো মমতা সরকার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: একলাফেই পশ্চিমবঙ্গের মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন ৪০ হাজার করে বাড়িয়ে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার বাদল অধিবেশনের শেষ দিনে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তিনি নিজের বেতন বৃদ্ধি করবেন না বলেও জানান মুখ্যমন্ত্রী।
এতদিন বিধায়করা প্রতি মাসে ভাতা সহ বেতন পেতেন ৮১ হাজার টাকা। এখন থেকে তা বেড়ে হলো ১ লাখ ২১ হাজার। পূর্ণ মন্ত্রীদের ভাতা সহ বেতন ছিল ১ লাখ ১০ হাজার টাকা, তা বেড়ে হল দেড় লাখ টাকা। অন্যদিকে, রাষ্ট্রমন্ত্রীদের ভাতা সহ বেতন ছিল ১ লাখ ৯ হাজার ৯০০ টাকা। এখন থেকে তারা পাবেন ১ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দেশের মধ্যে আমাদের রাজ্যের বিধায়কদের বেতন সবচেয়ে কম। তা বিধায়কদের বেতন বৃদ্ধি করা হয়েছে।’’
উল্লেখ্য, সামনেই পুজোর মরসুম। আর পুজোর আগে বেতন বৃদ্ধিতে বেজায় খুশি মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং বিধায়করা।