Tuesday, April 23, 2024
আন্তর্জাতিক

কানাডায় হিজাব পরায় আক্রমণের শিকার মুসলিম শিশু

কানাডায় হিজাব পরায় হেট ক্রাইমের শিকার হয়েছে ১১ বছর বয়সী মুসলিম শিশু খাওলা নোমান। স্থানীয় সময় শুক্রবার টরেন্টোর পলিন জনসন স্কুলের কাছে এই ঘটনা ঘটে।

জানা গেছে, খাওলা স্কুল শেষে ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিল। এমন সময় পেছনে কাঁচি নিয়ে এক লোককে দেখতে পেয়ে সে চিৎকার দেয়। হামলাকারী তখন পালিয়ে যায়। পরে খাওলা দেখতে পায় তার হিজাবের প্রায় ১২ ইঞ্চি কাটা। পুলিশ জানিয়েছে, হামলাকারী এশীয় বংশোদ্ভূত এবং বয়স ২০ থেকে ৩০ বছরের এর মধ্যে। তাকে খোঁজা হচ্ছে।

সংবাদ সম্মেলনে খাওলা জানায়, ‘আমি ভীত। কিন্তু আক্রমণকারী ভুল করেছে। এটি অনুচিত বিশেষ করে শিশুদের ক্ষেত্রে।’
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘আমি মুষড়ে পড়েছি। ধর্মের কারণে হামলার মুখে পড়া ওই শিশুকে জানাতে চাই, কানাডা এ রকম নয়।’