Monday, November 17, 2025
রাজ্য​

চরম অস্বস্তিতে তৃণমূল, এবার রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নামে ব্যানার পড়ল সিঙ্গুরে

সিঙ্গুর: শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ‍্যোপাধ‍্যায়ের পরে এবার সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছবি দিয়ে একাধিক ব‍্যানার পড়ল। সিঙ্গুরের আনন্দনগর গ্রামে ‘মাস্টারমশাই’য়ের ছবি এবং ‘আমরা স‍্যারের অনুগামী’ লেখা-সহ একাধিক ফ্লেক্স ব‍্যানার পড়ল। যা নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতিতে।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর তৃণমূল ছাড়ার আগে ‘আমরা দাদার অনুগামী’ ব্যানার পড়েছিল। তবে কি এবার শুভেন্দুর পথেই হাঁটবেন সিঙ্গুরের মাস্টারমশাই? যদিও এ ব্যাপারে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের দাবি, এর মধ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ দেখানোর কোনও বিষয় নেই। তিনি দল ছাড়ার কথাও ভাবছেন না। পরবর্তীতে কোনও সিদ্ধান্ত নিলে সংবাদমাধ্যমকে অবশ্যই জানাবো।

বর্ষীয়ান এই রাজনীতিক বলেন, অনুগামী থাকা মোটেই দোষের নয়। এদিকে, স্যারের এক অনুগামী নেপাল শাঁসমল বলেন, স্থানীয় বিধায়ককে না জানিয়ে ব্লক সভাপতি বেছে নেওয়া উচিৎ হয়নি। তাঁরা এটা মেনে নিতে পারছেন না। সেই কারণেই বিধায়কের প্রতি নিজেদের সমর্থন জানাতে ব্যানার লাগিয়েছেন তাঁরা।

প্রবীণ এই বিধায়ক বলেন, আমার অনুগামীরা আমার সমর্থনে প্রচার করছে। এতে অন্যায়ের কি? আমি তাঁদের সুখে, দুঃখে সবসময় পাশে থাকি। দল বদলের কথা কেন ভাবতে যাব? আমি দলের অনুগত সৈনিক হিসেবেই কাজ করতে চাই। তবে তাঁর এই সাফাইয়ের পরেও কমছে না জল্পনা। পাশাপাশি, আনন্দনগর আঞ্চলিক তৃণমুল কংগ্ৰেস কমিটির অফিসিয়াল ফেসবুক পেজেও এই ব‍্যানারের ছবি পোস্ট করা হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

এছাড়া বেশকিছু দিন ধরে তৃণমূলের সঙ্গে তাঁর বিরোধের কথা সামনে আসছিল। যার কালণ হল ব্লক সভাপতি নিয়োগ। সম্প্রতি রবীন্দ্রনাথের অনুগামী মহাদেব দাসকে সরিয়ে সিঙ্গুরের ব্লক সভাপতি করা হয়েছে হরিপালের বিধায়ক বেচারাম মান্নার ঘনিষ্ঠ গোবিন্দ ধাড়াকে। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের অভিযোগ, গোবিন্দর নামে একাধিক দুর্নীতির রয়েছে। তাই তাঁকে ওই পদে মেনে নেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন তিনি। এমনকি, প্রয়োজনে দল ছাড়ার কথাও জানান তিনি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।