এবার দল ছাড়লেন পূর্ব মেদিনীপুর জেলা TMCP সভানেত্রী অন্বেষা জানা
পূর্ব মেদিনীপুর: আসন্ন বিধানসভা ভোটের প্রাক্কালে একের পর নেতা-নেত্রীর দলত্যাগে নাজেহাল অবস্থা রাজ্যের শাসক দল তৃণমূলের। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ বেশ কয়েকজন তৃণমূল সাংসদ-বিধায়করা। এবার তৃণমূল দল ছাড়লেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী অন্বেষা জানা (Anwesha Jana)।
উল্লেখ্য, অমিত শাহ রাজ্যে আসার পর থেকেই ভাঙ্গন লেগে আছে ঘাসফুল শিবিরে। শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর তৃলমূলে ভাঙন আগের থেকে আরও বাড়ে। তাই তাঁকে বিশ্বাসঘাতক সহ নানা কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকে তৃণমূল শিবির। তবে ‘মেদিনীপুর বিশ্বাসঘাতক’ কথা শোনার পর ক্ষুব্ধ হয়ে দল ছাড়লেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী অন্বেষা জানা।
সোমবার সংবাদিক বৈঠকে অন্বেষা জানা সাফ জানান, তৃণমূল যেভাবে মেদিনীপুর নিয়ে এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে একের পর এক কুরুচিপূর্ণ মন্তব্য করে চলেছে, তাতে করে দলে থাকা যায় না। তাই তিনি পদত্যাগ করছেন। ইতিমধ্যেই রাজ্য সভাপতির কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন অন্বেষা।
অন্বেষা বলেন, এই ধরনের কুরুচিকর কথা আমার কাছে বেদনাদায়ক। আমি মেদিনীপুরের মেয়ে। আমি অপমানিত। তাই পদত্যাগ করলাম। ভবিষ্যতে তিনি বিজেপিতে যোগদান করবেন বলেই ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, শুভেন্দুর বিজেপিতে যোগদান তৃণমূলের কাছে নিঃসন্দেহে একটা বড় ধাক্কা। তৃণমূলের বিভিন্ন নেতা বারবার তাঁকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করে। সৌগত রায় থেকে ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই তীব্র ভাষায় শুভেন্দুকে আক্রমণ করেন। এমনকি ‘মেদিনীপুর বিশ্বাস ঘাতক’ বলেও আক্রমণ করে তৃণমূল শিবির।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

