বড় খবর, জাতীয় দলের তকমা হারালো মমতার তৃণমূল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জল্পনা আগেই ছড়িয়েছিল, সোমবার সেই জল্পনায় সিলমোহর পড়লো। সর্বভারতীয় তকমা হারালো তৃণমূল কংগ্রেস। সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের তরফে এই ঘোষণা করা হয়।

তবে শুধু তৃণমূল কংগ্রেসই নয়, জাতীয় দলের তকমা হারিয়েছে শরদ পওয়ারের এনসিপি এবং সিপিআই দল। এদিকে, নতুন করে জাতীয় দলের তকমা পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

উল্লেখ্য, সর্বভারতীয় দলের তকমা বজায় রাখতে গেলে অন্তত ৩টি রাজ্যে ২% আসন থাকতে হয়। তৃণমূলের সেটা আছে ঠিকই, কিন্তু সেটা মাত্র একটি রাজ্য। এছাড়া, অন্তত চারটে রাজ্যে ন্যূনতম ৬ শতাংশ ভোট পেতে হয়। যেটা তৃণমূলের নেই।

যার ফলে এই মুহূর্তে দেশে নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক জাতীয় দল ৬টি। দলগুলি হল-

১. বিজেপি

২. ভারতীয় জাতীয় কংগ্রেস

৩. আম আদমি পার্টি

৪. বহুজন সমাজ পার্টি

৫. ন্যাশানল পিপিলস পার্টি (এনপিপি)

৬. সিপিআই(এম)