Friday, April 19, 2024
দেশ

‘ভারতের সূচাগ্র জমিও কেউ দখল করতে পারবে না’, অরুণাচল থেকে চিনকে হুঁশিয়ারি অমিত শাহের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারত ও চিনের মধ্যে অরুণাঞ্চল প্রদেশ নিয়ে তরজা চলছে। চিন ভারতের ১১টি অঞ্চল নিজেদের বলে দাবি করেছে। এই ইস্যুতে দু’দেশের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে এর মধ্যেই অরুণাচল সফরে গিয়ে চিনকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চিনের উদ্দেশে অমিত শাহের স্পষ্ট বার্তা, ‘ভারতের সূচাগ্র জমিও কেউ ছিনিয়ে নিতে পারবে না।’

১০ ও ১১ এপ্রিল দু’দিনের জন্যন অরুণাচল সফরে গিয়েছেন অমিত শাহ। সোমবার ভারত-চিন সীমান্তবর্তী গ্রাম কিবিথুতে কেন্দ্রীয় সরকারের ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম’-এর উদ্বোধন করেন তিনি। সেখানে চিনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগে যে কেউ ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ এবং জবরদখল করতে পারতো। এখন ভারতীয় সূচাগ্র জমিও কেউ ছিনিয়ে নিতে পারবে না।’

এদিকে, অমিত শাহের অরুণাচল সফরের বিরোধিতা করেছে চিন। সোমবার চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ‘জাংনান চিনের এলাকা। এখানে ভারতীয় কর্মকর্তার সফর চিনের আঞ্চলিক সার্বভৌমত্বকে লঙ্ঘন করে। এটা সীমান্ত শান্তি বজায় রাখার পক্ষে অনুকূল নয়।’ যদিও চিনের হুঁশিয়ারি পাত্তা না দিয়েই অরুণাচলে সফরে অমিত শাহ।