প্যারিসের রাস্তায় হঠাৎ বাঘ, অবশেষে গুলি করে হত্যা

সার্কাস থেকে পালিয়ে প্যারিসের রাস্তায় জনসম্মুখে চলে আসে একটি বাঘ। কারও কোন ক্ষতি করার আগেই আইফেল টাওয়ারের কাছাকাছি এক রাস্তায় তাকে গুলি করে হত্যা করা হয়।

বিবিসি জানায়, বাঘটিকে একটি সার্কাস প্রতিষ্ঠান নিয়ে এসেছে, যাদের ৩ ডিসেম্বর থেকে  সার্কাস প্রদর্শনীর কথা রয়েছে।

কিন্তু শুক্রবার সার্কাস থেকে বেরিয়ে যায় দুই’শ কেজি ওজনের বাঘটি। এরপর প্যারিস জুড়ে সেটি ঘোরাফেরা করতে শুরু করে। আইফেল টাওয়ারের দক্ষিণে রাস্তায় বাঘ দেখে জরুরি বিভাগে খবর দেয় স্থানীয়রা।

তবে কারো ক্ষতি হবার আগে সার্কাসের লোকজনই শটগানের গুলি দিয়ে বাঘটিকে মেরে ফেলে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, এটি বিশাল বাঘ ছিল। আমরা দুই কি তিনটা গুলির শব্দ শুনেছি।

ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র জানান, যৌথ পরিচালনায় বাঘটিকে হত্যা করা হয়।

প্যারিস পুলিশ জানিয়েছে, বাঘটি গুলি করে মেরে ফেলায় বিপদ কেটে গেছে। একই সঙ্গে সার্কাস মালিককে হেফাজতে নেয়া হয়েছে।