Saturday, July 27, 2024
দেশ

‘পরের এয়ার স্ট্রাইকে যুদ্ধবিমানের নিচে বেঁধে নিয়ে যাওয়া হবে বিরোধীদের’

নয়াদিল্লি: পাকিস্তানের বালাকোট ভারতীয় বায়ুসেনার করা এয়ার স্ট্রাইকে ক’জন জঙ্গির মৃত্যু হয়েছে তা নিয়ে বিরোধীরা সরব হয়েছেন বারবার। সরকারের পক্ষ থেকে বিরোধীদের এই প্রশ্নের কড়া জবাব দেওয়া হচ্ছে। এবার বিদেশ দফতরের প্রতিমন্ত্রী জেনারল ভি কে সিং এমন পরিস্থিতির মধ্যে এই প্রসঙ্গে টুইট করে বিরোধীদের আক্রমণ করলেন।

টুইটে প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিং বলেন, পরের বার এয়ার স্ট্রাইকের সময় যুদ্ধবিমানের নিচে বেঁধে নিয়ে যাওয়া হবে বিরোধী রাজনৈতিক নেতাদের। এর ফলে এয়ার স্ট্রাইকের সময় কোথাও হামলা হল, তা দেখে নিতে পারবেন তাঁরা।

ভিকে সিং আরও বলেন, এয়ার স্ট্রাইকের পর বিরোধীদের জঙ্গিঘাঁটিতে ফেলে দিয়ে আসা হবে। সেখানে কতজন মারা গিয়েছে, তা গুনে নেওয়ার জন্যই তাদের ওখানে ফেলা রাখা হবে।

প্রসঙ্গত, বালাকোটে মৃত জঙ্গির সংখ্যা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। অমিত শাহ ২৫০ জঙ্গির কথা উল্লেখ করায় কটাক্ষ করে বিরোধীরা। সোমবার NTRO বা National Technical Research Organisation এই সংক্রান্ত একটি রিপোর্টে প্রকাশ এয়ার স্ট্রাইকের ঠিক আগে বালাকোটের জইশ জঙ্গি ঘাঁটিতে অন্তত ৩০০টি সক্রিয় মোবাইল কানেকশন ছিল।