বিরোধীরা আমায় নিশানা করে, আমার নিশানা সন্ত্রাসবাদ: মোদী
আহমেদাবাদ: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফের আরও একবার রণহুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে তিনি বলেছিলেন, জঙ্গিদের ঘরে ঢুকে ঢুকে মারব। এবার আহমেদাবাদ থেকে ফের একবার হুঁশিয়ারি দিলেন তিনি। সেইসঙ্গে কটাক্ষ করলেন বিরোধীদেরও।
প্রধানমন্ত্রী বলেন, ওরা(বিরোধীরা) মোদীকে সরাতে ব্যস্ত। আমাকে নিশানা করছে। আর আমি কৃষক, শ্রমিকদের কথা ভাবছি। দেশের কথা ভাবছি। জওয়ানদের কথা ভাবছি। সন্ত্রাসবাদকে নিশানা করছি।
PM: Modi hatred among opposition is reaching new levels. They’ve a competition- who will abuse Modi most.Some abuse me & my family, some mock my poverty, some abuse my lower caste origins. Now one Congress leader talks of killing Modi but I’m not bothered, I’m here to do my work. pic.twitter.com/fdLNfzMWe2
— ANI (@ANI) 6 March 2019
প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস স্লোগান তুলছে গরিবি হটাও। কেউ কেউ গরিবদের ভগবান হিসেবে নিজেকে দেখাতে চাইছে। বামপন্থীরাও শ্রমিকদের অধিকার নিয়ে অনেক কথা বলে। কিন্তু, অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের কথা কেউ ভাবেনি। একজন চাওয়ালা মাত্র ৫৫ মাসেই তাঁদের কথা ভেবেছে। অনেকের কাছে দারিদ্র একটা মানসিক অবস্থা। ছবি তোলার মতো একটা খেলা। আমাদের কাছে দারিদ্র মানে একটা লড়াই।
বিরোধীদের “চৌকিদার চোর হ্যায়” এর উত্তরে প্রধানমন্ত্রী বলেন, গরিবদের জন্য পরিকল্পনা ছিল, ওরা কিন্তু মানুষের কাছে যাওয়ারই চেষ্টা করেনি। এখন চৌকিদার সর্বদা আপনাদের জন্য জেগে আছে। দালালদের শুভাকাঙ্খীরা সমস্যায় পড়েছে। ওরা গত ৫ বছরে দেউলিয়া হয়েছে।