Sunday, September 15, 2024
বিনোদন

‘প্রতিশ্রুতি অনুযায়ী টাকা দেওয়া হয়নি’, অস্কারজয়ী তথ্যচিত্র নির্মাতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বোম্মান ও বেলির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ অস্কার জিতে গোটা বিশ্বের সামনে ভারতের নাম উজ্জ্বল করেছে। আর অস্কারজয়ী এই তথ্যচিত্র নেপথ্যে যারা তারাই নাকি ব্রাত্য। অভিযোগ, প্রতিশ্রুতি মতো টাকা দেওয়া হয়নি তাদের। এমনটাই অভিযোগ তুললেন বোম্মান ও বেলি দম্পতি।

তামিলনাড়ুর ধরমপুরিতে বেড়ে ওঠা অনাথ হস্তিশাবক রঘু-বোম্মিকে বড় করে তোলেন মাহুত দম্পতি বোম্মান ও তাঁর স্ত্রী বেলি। বাস্তবের এই কাহিনীর উপর ভিত্তি করে তথ্যচিত্র নির্মাণ করেন প্রযোজক গুণিত মঙ্গা এবং পরিচালক কার্তিকী গনসালভেস। এই তথ্যচিত্র অস্কার এনে দেয়। এবার পরিচালক কার্তিকি গনসালভেস এবং শিখ্যা এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে প্রতিশ্রুতি মতো টাকা না দেওয়ায় অভিযোগ তুললেন মাহুত দম্পতি। তারা বোম্মান এবং বেলির ফোন ধরছেন না বলেও অভিযোগ।

২ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন বোম্মান ও বেলি। নোটিশে বলা হয়েছে, নির্মাতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর থেকে আর্থিক সুবিধা পেয়েছেন। নির্মাতারা মাহুত দম্পতিকে তথ্যচিত্র তৈরির সময় বেশকিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাদের একটি উপযুক্ত বাড়ি, একটি যানবাহন এবং পর্যাপ্ত আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তথ্যচিত্র নির্মাণ শেষে তারা সেটা আর দেননি। এমনকি তথ্যচিত্রটি বিপুল আর্থিক মুনাফা অর্জন করার পরেও তারা তাঁদের কোনও টাকা দিতে রাজি নন।

এদিকে, মাহুত দম্পতিদের আইনজীবী জানিয়েছেন, তারা পরিচালক ও তথ্যচিত্র নির্মাতাদের তরফে আইনি নোটিশের উত্তরে একটা চিঠি পেয়েছেন। যাতে সাফ বলা হয়েছে, তারা মাহুত দম্পতিকে যা টাকা দেওয়ার আগেই দিয়ে দিয়েছেন, আর কোনও টাকা তারা দিতে পারবেন না। মাহুত দম্পতির দাবি মিথ্যা।