Wednesday, April 23, 2025
FEATUREDদেশ

টার্গেট ৫০,০০০ কোটি বিনিয়োগ! ৪০০ একর জঙ্গল সাফ, গাছ কাটা বন্ধের নির্দেশ আদালতের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের পাশে ৪০০ একর জমি দখল এবং গাছ কাটার কার্যক্রম আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে তেলেঙ্গানা হাই কোর্ট। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন এবং আইনি পদক্ষেপের পর আদালত এই নির্দেশ দেয়। শিক্ষার্থীদের দাবি, এই অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষার জন্য এটি সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করা উচিত।

তেলেঙ্গানা সরকার এই জমিতে তথ্যপ্রযুক্তি পার্ক গড়ে তোলার পরিকল্পনা করেছে, যা রাজ্যের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে তারা মনে করছে। রবিবার থেকে বুলডোজার চালিয়ে গাছ কাটা শুরু হয়, যার বিরোধিতা করতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তারা স্লোগান দেন এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অবশেষে, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এবং ভাটা ফাউন্ডেশন নামে একটি এনজিও যৌথভাবে আদালতে আবেদন করে। তাদের দাবি, এই অঞ্চলে বন্যপ্রাণ সংরক্ষণ আইন প্রয়োগ করে এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হোক।

তেলেঙ্গানা সরকার পালটা যুক্তি দিয়েছে যে, শুধুমাত্র সাপ বা ময়ূর থাকার কারণে কোনও অঞ্চলকে বনাঞ্চল ঘোষণা করা যায় না। তবে আদালত আপাতত বুলডোজার চালানো এবং গাছ কাটার ওপর স্থগিতাদেশ জারি করেছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এখানে কোনও নির্মাণকাজ চলবে না। শিক্ষার্থীরা দাবি করছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কোনও জায়গায় গাছ কাটার আগে তার পরিবেশগত প্রভাব মূল্যায়ন করা জরুরি।

তেলেঙ্গানা সরকারের দাবি, কানচা গাছিবাওলির এই ৪০০ একর জমিতে পুরো প্রকল্প বাস্তবায়িত হলে ৫০,০০০ কোটি টাকার বিনিয়োগ আসবে এবং প্রায় ৫ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। 

আন্দোলনরত পড়ুয়াদের দাবি, রাতারাতি ইতিমধ্যেই বুলডোজার চালিয়ে ৫০ একর জমি সাফ করে ফেলা হয়েছে। এদিকে, এই ঘটনায় মুখে কুলুপ এঁটে বসে আছেন রাহুল গান্ধী। কংগ্রেসের ছাত্র পরিষদ রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে।