‘মুসলিম বলেই ভারতের হারে খুশি বাংলাদেশিরা’, বিস্ফোরক দাবি তসলিমার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে ওঠে ভারত। তবে ১৯ নভেম্বর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। ২০০৩ এর স্মৃতি ফিরে এল। ২০ বছর পর আবার জয়ের এত কাছাকাছি এসেও হেরে যায় ভারত। ফাইনালে টিম ইন্ডিয়া হারে বাংলাদেশের একাংশ নাগরিক উৎসবে মেতে ওঠে। ভারতের হারে তারা ভীষণই আনন্দিত। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন তসলিমা নাসরিন।
তসলিমা টুইটারে লিখেছেন, ‘বাংলাদেশের তরুণ মুসলিমরা ভীষণ খুশি কারণ ভারত বিশ্বকাপে ভারত হেরে গিয়েছে বলে। ভারত যেখানে মুক্তিযুদ্ধে তাদের দেশকে সমর্থন করেছিল, যেখানে তারা প্রায় সব কিছুর জন্যই ভারতের উপর নির্ভর সে স্বাস্থ্য, বিনোদন, পোশাক, মাংস, পেঁয়াজ সহ যা কিছুই হোক না কেন সেখানে তারা এত অ্যান্টি-ভারতীয় কেন জানেন? বাংলাদেশ সরকার ওদের ইসলাম ধর্ম পালন করতে উৎসাহ দেয় তাই সেইজন্যই তারা অ্যান্টি-হিন্দু হিসেবে গড়ে উঠেছে।’
Bangladesh’s young Muslims are happy because India lost the World Cup. Why are they so much anti-India when India liberated their country and they depend on India for almost everything, healthcare, entertainment, clothing, beef, onion etc.? Govts encourage them to practice Islam,…
— taslima nasreen (@taslimanasreen) November 21, 2023
তসলিমার এই মন্তব্যকে অনেকে সমর্থন করেছেন। অনেকে দ্বিমত পোষণ করেছেন। একজন কমেন্টে লিখেছেন, ‘মুসলিমরা কেবল মুসলিমদের প্রতিই সহমর্মী। এটাই সত্য।’ আরেকজন লিখেছেন, ‘ওরা সেই ৩০ লাখ বাংলাদেশির কথা জানে না যারা নিজেদের প্রাণ দিয়েছে, যে মহিলারা ধর্ষিতা হয়েছে তাদের কথাও জানে না। যদি জানত এসব করত না।’
উল্লেখ্য, বাংলাদেশি ফ্যানদের এহেন উল্লাসে ভারতের কয়েকটি হোটেল বাংলাদেশিদের তাদের হোটেলে নিষিদ্ধ ঘোষণা করেছে।