বাংলাদেশে এই অরাজকতা, ক্ষমতার পালাবদলের পিছনে সরাসরি আমেরিকার হাত রয়েছে, দাবি হাসিনার; সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিলে এমনটা হতো না
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার নীরবতা ভেঙে হাসিনা জানিয়েছেন, শ্রীঘ্রই বাংলাদেশে ফিরবেন।
শেখ হাসিনা বলেন, “আমাদের দলের নেতাদের খুনের খবরে আমার অন্তর কাঁদে। কর্মীদের উপরে হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে… আল্লাহের রহমতে আমি শ্রীঘ্রই দেশে ফিরব।”
ভারতে শেখ হাসিনার সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন, তাদের কাছেই ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন শেখ হাসিনা। ঘনিষ্ঠ সূত্রে খবর, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের এই অরাজকতা, অশান্তি এবং আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পিছনে সরাসরি আমেরিকার হাত রয়েছে।
শেখ হাসিনা তাঁর ঘনিষ্ঠ মহলে বলেছেন, আমেরিকার হাতে যদি সেন্ট মার্টিন দ্বীপ তুলে দিলে হয়তো ক্ষমতা ছাড়তে হত না। আমেরিকার কথা মানতে চাননি, তাই ক্ষমতাচ্যুত হতে হয়েছে। পাশাপাশি, বাংলাদেশের নাগরিকদের সতর্ক করে হাসিনা বলেছেন, তারা যেন মৌলবাদীদের কথায় প্রভাবিত না হন।
উল্লেখ্য, মার্কিন সেনাবাহিনীর জন্য এয়ার বেস তৈরির জন্য আমেরিকা বাংলাদেশের কাছে সেন্ট মার্টিন দ্বীপ দাবি করেছিল। তবে শেখ হাসিনা আমেরিকার সেই দাবি মেনে নেননি।