Saturday, April 20, 2024
ওয়েব সিরিজ

ওয়েব সিরিজ ব্যান করার জন্য কেন্দ্রকে চিঠি তামিলনাড়ু সরকারের

চেন্নাই: ওয়েব সিরিজ নিয়ে বিতর্ক নতুন কোনও ইস্যু নয়। এবার বিতর্কে মনোজ বাজপেয়ী সামান্থার অভিনীত ক্রাইম থ্রিলার সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’। অভিযোগ, এটির ট্রেলারে তামিলদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। তাই ওয়েব সিরিজটি অ্যামাজন প্রাইমে যাতে মুক্তি না পায় সেজন্যে উঠেপড়ে লাগলো তামিলনাড়ু সরকার।

ইতিমধ্যেই তামিলনাড়ু রাজ্যসভার সাংসদ ভায়কো এ বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ আশা করেছেন। তিনি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রককে চিঠি দিয়ে এই সিরিজ ব্যান করার আবেদন জানিয়েছেন। তামিলনাড়ু সরকারও ‘The Family Man 2’-এর মুক্তি স্থগিতের আবেদন জানিয়েছে।

তামিলনাড়ু সরকার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি লিখে তামিলনাড়ু সহ গোটা দেশে এই ওয়েব সিরিজটির মুক্তি স্থগিতের দাবি জানিয়েছে। ৪ জুন অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়ার কথা ‘The Family Man 2’ এর। তবে তার আগে ট্রেলারেই বিতর্কে ফ্যামিলি ম্যান সিজন ২।

তামিলনাড়ু সরকার চিঠিতে অভিযোগ করেছে, তামিল সম্প্রদায়ের মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এই ওয়েব সিরিজ। ট্রেলারেই তামিলিয়ান জঙ্গি ও আইএসআইয়ের এজেন্ট হিসেবে দেখানো হয়েছে। লিবারেশন টাইগার্স অফ তামিল ইলমের যোদ্ধাদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা ISI এর যোগ আছে বলে দেখানো হয়েছে।

সিরিজটি পরিচালনা করেছেন রাজ নিদিমরু এবং কৃষ্ণা ডি কে। এটির প্রথম সিজন বেশ জনপ্রিয় হয়। দ্বিতীয় সিজনের জন্য অধীর অপেক্ষায় ছিলেন দর্শকরা। চলতি মাসেই প্রকাশ্যে আসে ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-র ট্রেলার। এর পরেই শুরু হয় তুমুল বিতর্ক। টুইটারে ট্রেন্ডিং চলছে ‘FamilyMan2AgainstTamilians’ হ্যাশট্যাগ।