Thursday, September 19, 2024
আন্তর্জাতিক

দাড়ি না রাখায় আফগানিস্তানে চাকরি থেকে বরখাস্ত ২৮০ নিরাপত্তা বাহিনীর সদস্য, ইসলামে ‘হারাম’ বলে ২১,৩২৮টি বাদ্যযন্ত্র ধ্বংস তালিবানের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দাড়ি ইসলামী রীতিনীতির গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। তাই এবার দাড়ি না রাখার অপরাধে নিরাপত্তা বাহিনীর ২৮০ জনের বেশি সদস্যকে চাকরিচ্যুত করলো আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালিবান। মঙ্গলবার এমনটাই জানিয়েছে তালিবানের নৈতিকতা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এছাড়া, আফগানিস্তানের পাপ প্রতিরোধ ও পূণ্যের প্রচার বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গত এক বছরে ২১ হাজার ৩২৮টি বাদ্যযন্ত্র ধ্বংস করা হয়েছে। এছাড়া হাজার হাজার কম্পিউটার অপারেটরকে বাজারে অনৈতিক চলচ্চিত্র ছড়ানোতে বাধা দেওয়া হয়।

উল্লেখ্য, ইসলামে গান-বাজনা হারাম। এগুলোকে অনৈতিক তথা অপসংস্কৃতি বলে মনে করে তালিবানরা।