আমেরিকার টেক্সাসে ভগবান হনুমানের ৯০ ফুট উঁচু মূর্তি উন্মোচন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আমেরিকার টেক্সাসের হিউস্টনে ভগবান হনুমানের ৯০ ফুট উঁচু মূর্তি উন্মোচন। এটি আমেরিকার তৃতীয় উচ্চতম মূর্তি। এই মূর্তিটির নামকরণ করা হয়েছে ‘স্ট্যাচু অফ ইউনিয়ন’। টেক্সাসের সুগার ল্যান্ড এলাকায় শ্রী অষ্টলক্ষ্মী মন্দিরের প্রাঙ্গণে মূর্তিটি রবিবার উন্মোচন করা হয়েছে।
জানা গেছে, হনুমানের মূর্তিটি মন্দিরে স্থাপনে চিন্নাজিয়ার স্বামীজির অপরিসীম ভূমিকা রয়েছে। টেক্সাসে মূর্তিটি ভগবান হনুমানের শীর্ষ ১০টি উঁচু মূর্তিগুলির মধ্যে একটি।
এদিন ভগবান হনুমানের মূর্তি উন্মোচনের পর হেলিকপ্টার থেকে মূর্তির ওপর পুষ্পবৃষ্টি করা হয়। এদিনের অনুষ্ঠানে বিপুল সংখ্যক হিন্দু উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন বিবৃতিতে জানিয়েছে, ‘ভগবান হনুমান ভগবান রামের সেবার সময় শক্তি, সাহস এবং বুদ্ধিমত্তা প্রদর্শন করেন। রাম-হনুমানের মধ্যে বন্ধুত্ব গভীর এবং রামের প্রতি অগাধ গভীর ভক্তি রয়েছে হনুমানজির।