Friday, March 29, 2024
দেশ

বাংলায় আসছি, বিসর্জন আটকালে দেখে নেব, মমতা ব্যানার্জিকে হুমকি বিজেপি নেতার

নয়াদিল্লি: আশুরায় প্রতিমা বিসর্জন না করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই নির্দেশের সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রতিক্রিয়া আসতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় উঠে।

দিল্লি বিজেপির মুখপাত্র তেজিন্দর বগ্গা টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিয়ে বলেন, ”এ বছর দশমীতে আমি বাংলায় থাকব আর দেখব কে মা দুর্গার মূর্তি বিসর্জন আটকায়।”

তেজিন্দর বগ্গা আরও বলেন, মা দুর্গার প্রতিমা বিসর্জন বন্ধ করার মতো পশ্চিমবঙ্গে কেউ এখনও জন্মগ্রহণ করেনি। আমি দেখে নেব মমতা ব্যানার্জি ও তাঁর সরকার কিভাবে মা দুর্গার মূর্তি বিসর্জন আটকায়।”


পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গ কি তালেবানি শাসনের দিকে ধাবিত হচ্ছে? স্কুলে স্কুলে স্বরস্বতী পূজা বন্ধ করা হচ্ছে, দুর্গা পূজায় প্রতিমা বিসর্জন বারবার বাধাগ্রস্ত হচ্ছে।’