Thursday, April 18, 2024
দেশ

‘তাজমহল হল সুন্দর কবরস্থান’ বিতর্কিত মন্তব্য হরিয়ানার মন্ত্রী অনিল ভিজের

নিউ দিল্লি: তাজমহল নিয়ে বিতর্ক যেন থামছেই না। তাজমহলকে এবার সুন্দর কবরস্থান বললেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। টুইটবার্তায় এই মন্তব্য করেন তিনি।

হরিয়ানার স্বাস্থ্য ও ক্রীড়ামন্ত্রী ভিজ টুইটারে লিখেছেন, “তাজমহল এক খুবসুরত কবরিস্তান হ্যায়।” অর্থাৎ “তাজমহল একটা সুন্দর কবরখানা ছাড়া আর কিছু নয়।” এরপরই বিজেপি সাংসদ পরেশ রাওয়াল বলেন, তাজমহল নিয়ে তৈরি হওয়া বিতর্ক অপ্রয়োজনীয় ও দুঃখজনক।

বিতর্কতা শুরু হয়েছিল উত্তরপ্রদেশের পর্যটন দফতরের পুস্তিকা থেকে তাজমহলের নাম বাদ দেওয়ার পর থেকে। এর পর উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সঙ্গীত সোম তাজমহল নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেছিলেন, এই স্মৃতিসৌধটি বিশ্বাসঘাতকরা তৈরি করেছে। এটা ভারতীয় সংস্কৃতির একটা কলঙ্ক।

এর আগে বিজেপির অন্য এক শীর্ষ নেতা বিনয় কাটিয়ার দাবি করেন, তাজমহল আদতে ছিল শিবের মন্দির, যার নাম ছিল তেজো মহল, পরবর্তীকালে তাকে স্মৃতিসৌধে পরিণত করেন মুঘল সম্রাট শাহজাহান।

আহমেদাবাদ পূর্বের সাংসদ বলেন, “এই বিতর্ক পুরোপুরি অর্থহীন, অপ্রয়োজনীয় ও দুঃখজনক।”