Thursday, March 28, 2024
দেশ

তাজমহল ‘ভারতের রত্ন’, সংরক্ষণে দায়বদ্ধ সরকার: যোগী আদিত্যনাথ

আগ্রা: বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার তাজমহল পরিদর্শনে যান যোগী আদিত্যনাথ। সেখানে প্রায় আধঘণ্টা সময় কাটান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এদিন আগ্রায় সরকারি ইন্টার কলেজ ময়দানে বক্তব্য রাখতে গিয়ে আদিত্যনাথ বলেন, কে কী বলছে, তাতে অন্যদের কান দেওয়া উচিত নয়। তাজমহল আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। একে সংরক্ষণ করতে সরকার দায়বদ্ধ।

তাজমহলের পশ্চিম দিকের ফটকে স্বচ্ছতা অভিযানেও অংশ নেন তিনি। তিনি বলেন, কখন, কেন ও কীভাবে তাজমহল তৈরি হয়েছিল, তা নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই। ভারতীয়রাই ঘাম, রক্ত ঝরিয়ে তাজমহল তৈরি করেছেন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আদিত্যনাথ আরো বলেন, তাজমহল হল ভারতের রত্ন। সারা বিশ্ব থেকে তাজমহল দেখতে লক্ষ লক্ষ পর্যটক আসেন। এর জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছে আগ্রা। একে ঘিরে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে।

মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ইতিমধ্যেই তাজের শহরে পর্যটনের উন্নয়নের জন্য সরকার ৩৭০ কোটি টাকা ব্যয় করবে বলে ঘোষণা করেছেন।

প্রসঙ্গত, যোগী আদিত্যনাথই উত্তরপ্রদেশের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী যিনি তাজমহল পরিদর্শন করলেন। তাঁর এই সফর ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। মোতায়েন করা হয়েছিল ১৪ হাজার পুলিশ কর্মী।