Friday, March 29, 2024
দেশ

মুম্বাই বিমানবন্দর থেকে আইএস জঙ্গি গ্রেফতার

মুম্বাই বিমানবন্দর থেকে আবু জায়েদ নামে সন্দেহভাজন এক ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার পুলিশ জানায়, গতকাল শনিবার সৌদি আরব থেকে ফেরা মাত্রই মুম্বাই বিমানবন্দরে তাকে প্রেফতার করে উত্তর প্রদেশ পুলিশের সন্ত্রাস বিরোধী টিম।

আবু জায়েদ উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা। পুলিশের দাবি সৌদিতে থাকা অবস্থায় সে আইএসের সঙ্গে জড়িয়ে পড়ে।

উত্তর প্রদেশের পুলিশকর্তা আনন্দ কুমার জানান, জায়েদ সৌদি আরবের রিয়াদে থাকাকালীন সময়ে জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে জড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুফ খোলে সেখানে আইএসের মতাদর্শ প্রচার করে ভারতীয় যুবকদের আইএসে উদ্ভুদ্ধ করত।

তিনি আরও বলেন, উত্তরপ্রদেশের বহু যুবককে জঙ্গিগোষ্ঠীতে যোগদানে উদ্বুদ্ধ করেছিল সে। উত্তরপ্রদেশ পুলিশের হাতে গ্রেফতার বহু সন্দেহভাজন জঙ্গির সঙ্গে যোগাযোগ ছিল জায়েদের। তার গতিবিধির উপর বহুদিন ধরেই নজর রাখছিল পুলিশ। অবশেষে সৌদি থেকে ফেরা মাত্রই মুম্বই বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত সপ্তাহেই কেরলের কন্নুর থেকে পাঁচ জন যুবক গ্রেফতার হয়। তারা আইএসে যোগ দেওয়ার জন্য সিরিয়া যাচ্ছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি গুজরাট সন্ত্রাস দমন শাখা গ্রেফতার করে আরও দুই সন্দেহভাজন আইসিস জঙ্গিকে।