Wednesday, April 23, 2025
Latestরাজ্য​

মালদার মোথাবাড়িতে হিন্দুদের দোকান, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গের মালদা জেলায় সাম্প্রদায়িক সহিংসতার কথিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, একদল জনতা রাস্তায় মিছিল করছে এবং জনসাধারণের সম্পত্তি ভাঙচুর করছে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে যে, মালদার মোথাবাড়িতে দুষ্কৃতীরা বেছে বেছে হিন্দুদের দোকান, বাড়ি লক্ষ্য করে আক্রমণ করছে।

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, কিছু যুবককে ধর্মীয় পতাকা নিয়ে মিছিল করতে দেখা যাচ্ছে। 

ভিডিও পোস্ট করে সুকান্তবাবু লিখেছেন, ‘তোষণসর্বস্ব ব্যর্থ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের হিন্দুদের অস্তিত্ব ক্রমশ আশঙ্কার দিকে ঠেলে দিচ্ছেন। এই ভয়াবহ ছবি আজকের দক্ষিণ মালদহের মোথাবাড়ি অঞ্চলের চৌরঙ্গী মোড়ের। এখনও পর্যন্ত কমপক্ষে হিন্দুদের ৬০-৭০ টি দোকান ভেঙ্গে লুঠ করা হয়েছে, হিন্দুদের ঘরবাড়ি আক্রমণ করা হয়েছে এবং মূল রাস্তায় দখল নিয়ে যথেচ্ছাচারে গাড়ি ভাঙচুর করা হচ্ছে। এলাকার হিন্দুরা ত্রস্ত, আতঙ্কিত কিন্তু এলাকায় কোনও পুলিশের দেখা নেই!’

সুকান্ত মজুমদার রাজ্য পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ বলে অভিযোগ করেন। তাঁর দাবি, অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনই শৃঙ্খলা ফিরিয়ে আনার একমাত্র উপায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি হস্তক্ষেপের দাবি জানান তিনি।