Thursday, April 25, 2024
আন্তর্জাতিক

আফগানিস্থানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ২৯

কাবুল: ফের সন্ত্রাসী হামলার শিকার হলো আফগানিস্থান। গত মঙ্গলবার শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে হামলা চালায় সন্ত্রাসীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলার ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৬৩ জন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

আফগান প্রসাশন এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং তাঁদের দাবি, এই হামলার পিছনে আইএস জঙ্গীদের হাত রয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার জঙ্গীদের একটি দল মসজিদের ভিতরে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

আফগান পেসিডেন্ট এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।