Thursday, April 25, 2024
দেশ

ত্রিপুরায় তৃনমূল কংগ্রেসের ৬ বিধায়ক যোগ দিলেন বিজেপিতে

আগরতোলা: নির্বাচনের আগে আবারও বড় ধরনের ধাক্কা খেলো তৃনমূল কংগ্রেস। ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের ৬ বিধায়ক পদত্যাগ করে আগস্টের প্রথম সপ্তাহে বিজেপিতে যোগ দেবেন বলে ঘোষণা দিয়েছেন৷ এমনই জানাচ্ছে ইন্ডিয়া টাইমস। ফলে আরও শক্তিশালী হবে ত্রিপুরার গেরুয়া শিবির।

তৃণমূলের নেতা সুদীপ রায় বর্মণ বলেন, “আমরা ৬ ই আগস্ট অথবা তার আগে বিজেপিতে যোগদান করব।

আগামী নির্বাচনে ত্রিপুরায় ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপি দল। কিছুদিন আগে অমিত শাহ আগরতলা সফর করেছিলেন তখন তিনি দাবি করেন, অনেকেই তৃনমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করতে চাইছেন৷

ত্রিপুরা বিজেপির মুখপাত্র মৃণাল কান্তি দেব জানান, তৃণমূল ছেড়ে বিধায়করা যদি বিজেপিতে যোগদান করে তাহলে রাজ্যে ক্রমশই ত্রিপুরার প্রধান শক্তি হয়ে উঠবে বিজেপি শিবির।

প্রসঙ্গত এবারের রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের থেকে ৬টি ভোট পায় এনডিএ-এর প্রেসিডেন্ট পদপ্রার্থী রামনাথ কোবিন্দ।