Thursday, April 25, 2024
দেশ

সোনারপুরে বন্ধুর জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণ

কলকাতা: বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন এক তরুণী। সেখানে গল্প-আড্ডার সঙ্গে চলছিল মদ্যপানও। এক পর্যায়ে বেহুঁশ হয়ে পড়লে তরুণীর বন্ধুসহ তিনজন তাকে ধর্ষণ করে। মঙ্গলবার রাতে সোনারপুরের রথতলার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পরে তরুণীর মা তাঁর মেয়ের বন্ধুসহ তিন যুবকের বিরুদ্ধে গণধর্ষণ এবং খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতারও করেছে সোনারপুর থানার পুলিশ। ধৃতদের নাম উৎপল গায়েন, তমোজিৎ মিত্র ও অর্ঘ্য দাস। এর মধ্যে অর্ঘ্যের সঙ্গে তরুণীর আগে থেকে বন্ধুত্ব ছিল।

তবে অভিযুক্তদের পরিবারের দাবি, মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে তাদের।

তরুণীর মায়ের দাবি, মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ তিনি খবর পান যে তাঁর ছোট মেয়েকে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছে। তখন তিনি বড় মেয়েকে নিয়ে উৎপলের বাড়িতে যান। মায়ের অভিযোগ, ওই তিন যুবক তাঁর মেয়েকে মদ খাইয়ে গণধর্ষণ করেছেন। তিনি এ দিন আরও বলেন, ‘‘আমার মেয়েকে ওই তিন জন খুনের চেষ্টা করেছিল। ওর মোবাইল ফোনও চুরি করা হয়েছে।’’ মোবাইলটি পরে উদ্ধার করেছে পুলিশ।