Wednesday, April 23, 2025
Latestকলকাতা

এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ ‘যোগ্য’ চাকরিহারারা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতির জেরে বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কিন্তু এরপর? ‘যোগ্য’ বলে বিবেচিত চাকরিহারাদের ভবিষ্যৎ কী? ফিরবে কি তাঁদের চাকরি? না কি আবার পরীক্ষার পথে হাঁটতে হবে?—এমন বহু প্রশ্নে অস্থির পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িয়ে থাকা হাজার হাজার পরিবারের জীবন।

এই টানাপড়েনের মাঝেই আশার আলো খুঁজতে এগোচ্ছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। সিদ্ধান্ত হয়েছে, তাঁরা সাহায্যের হাত বাড়াবেন সেই ব্যক্তির কাছে, যাঁর নির্দেশেই নিয়োগ দুর্নীতি তদন্তের গোড়াপত্তন—প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

মঙ্গলবার মুখোমুখি হবেন প্রাক্তন বিচারপতি ও চাকরিহারারা

জানা গেছে, মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ সল্টলেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাসভবনে যাবেন ‘যোগ্য’ চাকরিহারাদের প্রতিনিধিরা। প্রতিনিধি দলে থাকবেন রাজীব হাঁসদা, সুদীপ কোনার, পল্লব দত্ত, হরি বিশ্বাস, পলাশ মণ্ডল, বাপ্পাদিত্য সরকার প্রমুখ। তাঁরা প্রাক্তন বিচারপতির সঙ্গে আলোচনায় বসে জানতে চাইবেন—বর্তমান আইনি পরিস্থিতিতে কীভাবে চাকরি পুনরুদ্ধার করা সম্ভব।

প্রাক্তন বিচারপতির প্রতিক্রিয়

এই বিষয়ে সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি শুনেছি ওনারা আমার বাড়িতে আসছেন। আসুন, তারপর বুঝতে পারব কী বিষয়ে কী কথা হচ্ছে।”

মুখ্যমন্ত্রীর আশ্বাস বনাম বাস্তবের দোলাচল

এদিকে, সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আশ্বাস দেন যে ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের চাকরি ফিরবে, তাঁদের কোনও ভয় নেই। সরকার আইনি পথে লড়বে বলেও জানান তিনি।

তবে এই আশ্বাস কতটা বাস্তবসম্মত—তা নিয়ে সংশয় রয়েছে চাকরিহারাদের মধ্যে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাতিল। সেই পরিস্থিতিতে পুনরায় পরীক্ষা ছাড়াই কি ফেরানো সম্ভব? নাকি নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে—তা নিয়ে এখনও অন্ধকারে সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীরা।