Sheikh Hasina : ‘আমি আসছি, অপরাধীদের বিচার করবো’, হুঙ্কার শেখ হাসিনার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তনের বার্তা দিয়ে ফের সরব হলেন ভার্চুয়াল সম্মেলন থেকে। সোমবার রাতে দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশে ভার্চুয়ালি ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “আমি আসতেছি, চিন্তা করবেন না।” রাজনৈতিক সংকটের মধ্যেই তাঁর এই ঘোষণা নতুন করে আলোড়ন তুলেছে ওপার বাংলার রাজনৈতিক অঙ্গনে।
হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকারের পতনের পর বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। তাঁর প্রশাসনের বিরুদ্ধে আওয়ামি লিগ নেতা-কর্মীদের উপর দমন-পীড়নের অভিযোগ উঠেছে। শেখ হাসিনা অভিযোগ করেন, ইউনূসের শাসনামলে আওয়ামি লিগের বহু নেতা ও কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং তাঁদের জেলেও পাঠানো হয়েছে।
ভার্চুয়াল মিটিংয়ে দলের নেতা-কর্মীদের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন মুজিব-কন্যা। তিনি বলেন, “এই সমস্ত ঘটনার বিচার করার জন্য আল্লাহ্ আমাকে বাঁচিয়ে রেখেছেন। যাঁরা এই জঘন্য কাজ করেছেন, তাঁদের বিচার বাংলাদেশে হতেই হবে। সেটি আমরা করবই।” শহিদ পরিবারগুলিকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা ধৈর্য ধরুন।”
একঘণ্টারও বেশি সময় ধরে চলা সম্মেলনে হাসিনা কড়া ভাষায় আক্রমণ করেন মহম্মদ ইউনূসকে। তাঁকে ‘সুদখোর’, ‘মানবতা বিরোধী’ বলেও উল্লেখ করেন তিনি। তিনি দলীয় কর্মীদের মনোবল অটুট রাখতে বলেন এবং ভবিষ্যতে সংগ্রামের প্রস্তুতির বার্তা দেন।
আওয়ামি লিগ নেত্রীর এই বক্তব্য বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় এনে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাঁর প্রত্যাবর্তনের ঘোষণা এবং দোষীদের বিচার করার প্রত্যয়, দলীয় কর্মীদের মধ্যে আশার সঞ্চার করেছে। এখন দেখার, শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন কতটা দ্রুত এবং কীভাবে বাস্তবায়িত হয়।