Saturday, July 27, 2024
দেশ

ভারতে এল রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি

নয়াদিল্লি: ভারতে এসে পৌঁছল রাশিয়ার ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন। আগামী সপ্তাহ থেকেই বাজারে মিলবে স্পুটনিক ভি এমনটাই জানিয়েছেন, নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভিকে পল। জুলাই থেকে ভারতেই শুরু হবে স্পুটনিক ভি’য়ের উৎপাদন। প্রায় ১৬ কোটি স্পুটনিক ভি তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভিকে পল বলেন, ভারতে স্পুটনিক ভি পৌঁছে গিয়েছে। রাশিয়া আসা টিকা আগামী সপ্তাহ থেকে বিক্রি শুরু হবে।  আগামিতে আরও টিকা পাঠাবে রাশিয়া। জুলাই থেকে ভারতেই স্পুটনিকের উৎপাদন শুরু হবে। ১৬ কোটি ডোজ তৈরি করা হবে বলে জানান তিনি। যা দেশজুড়ে টিকার অভাব মেটাবে বলে মত সংশ্লিষ্ট মহলের।

উল্লেখ্য, কেন্দ্র হু এবং এফডিএ অনুমোদিত অন্যান্য ভ্যাকসিন আমদানিতেও অনুমতি দিয়েছে। যার ফলে ফাইজার, মর্ডানা, জনসন অ্যান্ড জনসনের মতো সংস্থার বানানো টিকাও ভারত আমদানি করতে পারবে। যা দেশে বর্তমানে চলতে থাকা ভ্যাকসিন ভোগান্তি অনেকটাই দূর করবে।

বৃহস্পতিবার রাশিয়ার স্পুটনিক ভি টিকাকে জরুরি ভিত্তিতে ভারতে ব্যবহারে ছাড়পত্র দিয়েছেন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিজিসিআই) ভিজি সোমানি। যার মাধ্যমে ৬০ তম দেশ হিসেবে রাশিয়ার টিকা ব্যবহারের অনুমতি দিল ভারত।

স্পুটনিক ভি তৈরি করেছে মস্কোর গামালেয়া ন্যাশনাল সেন্টার। তাঁদের দাবি, করোনার বিরুদ্ধে স্পুটনিক ভি ৯১.৬ শতাংশ কার্যকারি। এটি ৫০ টিরও বেশি দেশে গণটিকাকরণের ছাড়পত্র পেয়েছে। ভারতের সঙ্গে ৭৫০ মিলিয়ন ডোজ স্পুটনিক ভি তৈরির চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)।